এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া) প্রতিনিধিঃ শুক্রবার সকালে বগুড়া সদরের বাঘোপাড়া মধ্যপাড়া জিন্নাতিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর উদ্যোগে ৫২ তম তাফসীরুল কোরআন মাহফিল ও ইছালে ছোওয়াব অনুষ্ঠিত হয়। সমাজ সেবক মোঃ আবু ফাত্তাহ সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ। প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আলহাজ্ব মুফতি মাওলানা মোঃ বজলুর রশিদ মিয়া কাহালু বগুড়া। দ্বিতীয় বক্তা মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল হাই আল হাবিবি সাহেব খতিব বাঘোপাড়া মধ্যপাড়া পুরাতন জামে মসজিদ। তৃতীয় বক্তা হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম খতিব বাঘোপাড়া মধ্যপাড়া নতুন জামে মসজিদ চতুর্থ বক্তা হযরত মাওলানা মোঃ নুরুল ইসলাম জিহাদী সাহেব উত্তর বগুড়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য রফিকুল ইসলাম সাজু,ইসরাফিল হোসেন, সাজ্জাদুল বারী রতন, বেলাল, ডালিম, আশরাফুল ইসলাম, সৌরভ, রফিকুল ইসলাম, সোহেল, মিজানুর সহ অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সকল সদস্যবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। শেষে দেশ ও জাতীর কল্যান কামনা করে দোয়া করা হয়।