ওবাইদুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় একদিনে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৮৭ জনকে। জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আজ মঙ্গলবার পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুর্বের ১৩৯ জন ও নতুন করে ৮৭ জন মোট ২২৬ জন ব্যাক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে অধিক অংশই বিদেশী। করোনা ভাইরাসকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে বিদেশ থেকে আসা ব্যক্তি ও সন্দেহ ভাজনদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। ওইসব ব্যক্তিদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। এদিকে ঢাকা থেকে আইইডিসিআর এর ৪ সদস্যের একটি টিম গাইবান্ধায় পৌঁছেছে। ওই টিমের সদস্যরা সাদুল্যাপুর উপজেলার হবিবুল্লালপুর গ্রামে আমেরিকা প্রবাসী করোনা আক্রান্ত মা ছেলের সংস্পর্শে আসা কোয়ারেন্টাইন করে রাখা একটি বাড়ির সদস্যদের পরীক্ষা নিরীক্ষা করবেন। এছাড়াও তাদের গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় কোয়ারেন্টাইনে থাকা সন্দেহভাজন কিছু ব্যক্তির পরীক্ষা নিরীক্ষা করার কথা রয়েছে। তবে তারা সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে রাজী হননি।