স্টাফ রিপোর্টার: বগুড়ার শাজাহানপুরে বিপরীতগামী সিএনজি চালিত অটোরিক্সা ও একটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে ২ জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার(২৫ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার মাঝিড়া-ডোপনপুকুর স্থানীয় সড়কের পন্ডিতপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার সাজাপুর পশ্চিমপাড়া গ্রামের ইমরান হোসেন (১৮) ও হাসান বাবু (১৭)। তারা আপন মামাতো-ফুফাতো ভাই।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল আজিজ মন্ডল ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।