এস আই সুমনঃ মহাস্থান (বগুড়া)প্রতিনিধিঃ
সারাবিশ্ব এখন করোনা ভাইরাসে আক্রান্ত। অন্যদেশের মত বাংলাদেশেও এই আক্রান্ত ও আতঙ্ক বিরাজমান। সরকারের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সচেতন ও কিছু নির্দেশনা মেনে চলার জন্য।সেই ধারাবাহিকতায় সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন। সেই লক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলা শাখা নিরাপদ সড়ক চাই এর উদ্যোগে করোনা ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে মানুষের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার (২৭মার্চ) বিকেল ৫টায় উপজেলার মহাস্থান শহীদ মিনার সংলগ্ন মহাস্থান শিবগঞ্জ আঞ্চলিক রোডে চালক, পথচারী ও দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক ও সাবান বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন রায়নগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম (শফি)।এ সময় চেয়ারম্যান শফি বলেন, আতঙ্ক নয় বরং সচেতনতা ও কিছু নিয়মকানুন মেনে চললে করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়া একমাত্র উপায়।উপজেলা জাতীয় যুবসংহতির আহ্বায়ক ও অত্র সংগঠনের উপদেষ্ঠা হুসাইন শরিফ সঞ্চয়(এমবিএ) এর সহযোগীতায় এলাকার বিভিন্ন যানবাহন পথচারী প্রায় ৪ শতাধিক চালক ও দরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকতে বিভিন্ন দিক নির্দেশনা সম্বলিত সচেতনতামূলক আলোচনা করে একটি করে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নিরাপদ সড়ক চাই শাখার আহ্বায়ক সাংবাদিক রশিদুর রহমান রানা, উপজেলা যুবসংহতির সদস্য সচিব ফজলুল বারী, জেলা নিরাপদ সড়ক চাই এর আহবায়ক কমিটির অন্যতম সদস্য গোলাম রব্বানী শিপন, নিসচা উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল হান্নান, যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম রবি, সদস্য সোহেল রানা, বায়োজিত হোসেন, মুনসুর রহমান আকাশ, আতিকুর রহমান সজিব, আব্দুর রহিম, গোলাম মোস্তফা, খোকন মিয়া প্রমূখ।