Logo




বগুড়ার শিবগঞ্জে গ্রামে গ্রামে সাবান-স্যানিটাইজার-মাস্ক নিয়ে এমপি পুত্র হুসাইন শরীফ সঞ্চয়…

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শুক্রবার, ২৭ মার্চ, ২০২০

এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে বগুড়া ০২ শিবগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ’র পক্ষ থেকে অত্র উপজেলার বিভিন্ন গ্রামে হ্যান্ড সানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করা হচ্ছে। বিতরণের সাথে সাথে সচেতনতা সৃষ্টিতে কাজ করছে তারা। জানা গেছে, গত মঙ্গলবার থেকে ভ্রাম্যমান গাড়িতে করে এমপির পক্ষে গ্রামে গ্রামে ঘুরে প্রান্তিক মানুষের হাতে এসব সামগ্রী তুলে দিচ্ছেন এমপি পুত্র ও উপজেলা যুব সংহতি সভাপতি হুসাইন শরিফ সঞ্চয়(এমবিএ)। সাথে ছিলেন উপজেলা যুব সংহতির যুগ্ন আহ্বায়ক শেখ ফজলুল বারী, মাস্টার হাফিজুর রহমান সহ দলীয় নেতৃবৃন্দ। এ বিষয়ে হুসাইন শরীফ সঞ্চয় এর সাথে বথা বললে তিনি জানান, করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে প্রায় ৫ হাজার মানুষকে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরন করা হয়েছে। এসব সামগ্রী করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত উপজেলার সব গ্রামে গ্রামে বিতরন করা হবে। কিচক শোলাগাড়ি এলাকার আজমল,ছমির উদ্দিন,নান্নু মিয়া, রায়নগর এলাকার সাইফুল ইসলাম,আজাহার আলী,সহ অনেকে এমপির পক্ষ থেকে এমন সহযোগিতা পেয়ে আনন্দ প্রকাশ করেন। মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, দেশের মানুষের এমন দুর্যোগে স্বস্ব এলাকার জনপ্রতিনিধি সহ বৃত্তবানদের এগিয়ে আসা উচিত। তিনি উপজেলার অন্যান্য জনপ্রতিনিধিদেরও মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com