এস আই সুমনঃ মহাস্থান(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রিজ্জাকুল ইসলাম রাজু’র ১৪ তম ধাপে মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলা সদরে চারমাথা মোড়ে সততা নামক ১টি ষ্টল স্থাপন করে ১হাজার মানুষের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধ সুরক্ষিত উপকরণ বিতরণ করা হয়েছে। আগামী ৪এপ্রিল পর্যন্ত ১টি সাবান, ১ টি মাস্ক সেচ্ছাসেবক টিমের মাধ্যমে বিনামূল্যে বিতরণ করা হবে। অানুষ্ঠানিক ভাবে এই ষ্টলের কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবীর, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক,কিচক ইউপি চেয়ারম্যান এবিএম শাহজাহান চৌধুরী,বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজার রহমান,পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মিন্টু,পৌর যুবলীগের সহ-সভাপতি রাসেল আরাফাত, অত্র টিমের কার্য নির্বাহী সদস্য সাইদুর রহমান, আবু রায়হান, ছাইফুল ইসলাম, শাহেন শাহ, ওমর ফারুক রনি, সামিউল ইসলাম কায়ের, আব্দুল মজিদ, আবু তাহের, জিহাদ, আরমান প্রমূখ। উক্ত অনুষ্ঠান থেকে বিনামূল্যে উপজেলার প্রায় ৪হাজার সাধারণ জনগনের মাঝে মাক্স ও সাবান বিতরণ করা হবে বলে ভাইস চেয়ারম্যান উদীয়মান ছাত্রনেতা রিজ্জাকুল ইসলাম রাজু জানান। এলাকার সচেতনমহল এ উদ্দ্যােগ স্বাগত জানিয়েছেন।