Logo




মহাস্থানে হেক্সিসল, হ্যান্ড স্যানিটাইজারের দাম বেশি চাওয়ায় এক ফার্মাসিকে ১০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টার ঃ বগুড়ার মহাস্থানে হেক্সিসল, হ্যান্ড স্যানিটাইজার কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দাম চাওয়ার কারণে একটি ফার্মেসিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায়, মঙ্গলবার সকাল অানুমানিক ১১টায় মহাস্থান দক্ষিণপাড়া গ্রামের মৃত সোলাইমান হোসেনের পুত্র আব্দুল মালেক মহাস্থান মাজার রোডে অবস্থিত আজিজ মেডিসিন সাপ্লাই নামক ফার্মেসিতে হেক্সিসল (২৫০) মিলি, কিনতে গেলে ওই ফার্মেসি ব্যবসায়ী জালাল উদ্দিন বাজার কৃত্রিম সংকট দেখিয়ে তার কাছে ২০০টাকা চায়। যার বাজার মূল্য ১৩০ টাকা। এরপর বিষয়টি পুলিশ জানতে পেরে ওই ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব আলমগীর কবীর এর সাথে কথা বললে তিনি জানান, আজিজ মেডিসিন সাপ্লাই এর মালিক জালাল অতিরিক্ত দামে গ্রাহকের কাছে হেক্সিসল বিক্রি করার অভিযোগে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার আইনের ৪০ধারায় তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযোগ উঠেছে ওই ফার্মেসি ইতিপূর্বেও ঔষধের দাম বেশি দরে বিক্রি করেছে। ইউএনও আরও জানান, করোনা ভাইরাসকে পুঁজি করে যারাই মানুষকে বেকায়দায় ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com