Logo




সাদুল্যাপুরে ঝুলন্ত তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : শনিবার, ৪ এপ্রিল, ২০২০

ওবাইদুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুরে ইটভাটার ঝুলন্ত তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। খবর পেয়ে শনিবার (৪ এপ্রিল) সকালে তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতরা হলেন, কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামের সাধনা রানী (৫৪) ও তার ছেলে উৎপল কুমার (১৮)।পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার বিকেলে প্রতিবেশি মনির ধানের জমিতে কিটনাশক ছিটানোর সময় ঝুলন্ত বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয় উৎপল। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন মা সাধনা রানী। পরে ঘটনাস্থলেই মারা যান মা ও ছেলে।ঘটনার সত্যতা স্বীকার করে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, ‘স্থানীয়দের কাছে খবর পেয়ে মা-ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে সবুজ কুমার বাদি হয়ে ইটভাটা মালিক শহিদুল ইসলাম বাবলার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com