বগুড়ার শিবগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১০২ বস্তা চালসহ ১ জন আটক।
সোহাগ মাহবুব, স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে :
রবিবার, ১২ এপ্রিল, ২০২০
শেয়ার করুন
শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ’ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্দব কর্মসূচি হতদরিদ্র পরিবারের মাঝে ১০টাকা কেজির চাল কালোবাজারে বিক্রয়ের অভিযোগে ১০২ বস্তা চালসহ ১ ব্যক্তিকে আটক করেছে বগুড়ার শিবগঞ্জ থানা পুলিশ। সরেজমিনে গিয়ে জানা যায় ১০ টাকা কেজির চাল ডিলারের কাছ থেকে কালোবাজারে সংগ্রহ করে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে মজুদ করে রেখেছে এমন সংবাদ পেয়ে পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার এঁর নির্দেশে শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার কুদরত ই খুদা শুভ এর নেতৃত্বে ওসি শিবগঞ্জ থানা ,আইসি মোকামতলা তদন্ত কেন্দ্রসহ একদল পুলিশ শিবগঞ্জ থানার সৈয়দপুর ইউনিয়নের গনকপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে অভিযান চালায়। সেখানে গিয়ে ১০২ বস্তা চাল মজুদ রাখে, এ ব্যাপারে বাড়ির মালিককে জিজ্ঞাসা করলে সে জানায় তার চাচাত ভাই সাইফুল ইসলাম সাজু ডিলারের কাছ থেকে চালগুলো এনে তার বাড়িতে রেখেছে। পুলিশ তৎক্ষনাৎ মোস্তাফিজারকে গ্রেফতার করে এবং চালগুলো জব্দ করে। সাজু এবং ডিলারকে ধরতে অভিযান চলছে। জেলা পুলিশ বগুড়ার পরিস্কার বার্তা যেখানেই অবৈধভাবে আত্মসাৎকৃত ত্রাণ বা দশ টাকা কেজির চাল পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।