গাইবান্ধার সাঘাটায় পদুমশহর ওয়ার্ড আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সভাপতি, ডিলার মজদার রহমানকে খাদ্যবান্ধব কর্মসূচির, ৫ বস্তা (২১০ কেজি) চাল কালোবাজারে বিক্রীর সময় হাতেনাতে চালক সহ ভ্যান গাড়ি আটক করেছে স্থানীয়রা।সোমবার সকালে উপজেলার পদুমশহর ইউনিয়নের নয়াবন্দর নামক স্থানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজি চাল। স্কুল বাজার ডিলার মজদার রহমানের ঘর থেকে মুরগির খাদ্যের ফিডের বস্তা ভর্তি করে ভ্যানগাড়ি যোগে বোনারপাড়ায় যাওয়ার পথে স্থানীয় লোকজন আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর ও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবিরকে খবর দিলে ঘটনাস্থলে এসে চাল উদ্ধার করে। এ সময় ডিলার মজদার রহমানকে গেফতার করে পুলিশ। এ বিষয়ে সাঘাটা থানায় মামলা দায়ের হয়েছে।