বগুড়ার শাজাহানপুরে করোনা ভাইরাসের (কোভিট-১৯) কবলে কর্মহীন হয়ে পড়া অসহায়দের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকালে প্রয়াত জেলা যুবলীগনেতা মজনু প্রামাণিক ও তার ভাই প্রয়াত যুবলীগনেতা রঞ্জু প্রামাণিকের পরিবারের সদস্যরা এই খাদ্য-সামগ্রী বিতরণ করেন। রঞ্জু প্রামাণিক শাজাহানপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।তাদের নিজ এলাকা উপজেলার জাহাঙ্গীরাবাদ ফুলতলায় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণ করেন তারা। কর্মহীনদের চাল, ডাল, আটা, তেলসহ পাঁচ দিনের নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, যুবলীগনেতা নাদিম প্রামাণিক, রাসেল আহমেদ সুমন, সামিউল আলীম অমি, ইমন খান, রাশেদ ইসলাম আবু হুরায়রা মানিক, আমিনুর ইসলাম, আরাফাত রকি প্রমুখ।