Logo




খাদ্যের দাবিতে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সরফদি গ্রামের কর্মহীন মানুষদের খাদ্যের দাবিতে সড়ক অবরোধ করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে তারা উলিপুর-রাজারহাট সড়কে বাঁশ বেঁধে এবং শুয়ে পড়ে অবরোধ সৃষ্টি করে খাদ্য প্রদানের দাবি জানান।এ খবর পাওয়ার সাথে সাথে পুলিশ নিয়ে উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির দ্রুত ঘটনাস্থলে যান। তিনি সেখানে গেলে অবরোধকারীরা ত্রাণ বিতরণ তালিকা প্রণয়নে স্থানীয় জনপ্রতিনিধিরা পক্ষপাতিত্ব করছেন বলে তার কাছে অভিযোগ উত্থাপন করেন। সেই সাথে প্রকৃত কর্মহীন মানুষদের তালিকা তৈরি করে সরকারি সহায়তা প্রদানের দাবি জানান তারা।এ পরিস্থিতিতে সহকারী কমিশনার (ভূমি) ত্রাণের তালিকা প্রণয়নে কোন ধরণের স্বজনপ্রীতি করতে দেওয়া হবে না মর্মে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। সরফদি গ্রামের মোস্তাফিজার ও আবু মিয়া জানান, তারা কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকটে পড়েছেন। এ অবস্থায় চেয়ারম্যান-মেম্বাররা তাদের নিজস্ব লোককে রিলিফ দিচ্ছেন। ওই এলাকার ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম রাজু মোবাইল ফোনে স্থানীয় সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত যে বরাদ্দ পেয়েছেন তাতে তার ওয়ার্ডের ৩ গ্রামে তিন দফায় ১০০ জনকে ত্রাণ দেওয়া সম্ভব হয়েছে। ওই এলাকার কর্মহীন মানুষদের তালিকা করার জন্য তাদের জাতীয় পরিচয়পত্র নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে ত্রাণ সহায়তা দেওয়া হবে।দলদলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিয়ার রহমান মুন্সী জানান, তার ইউনিয়নে প্রায় ৩৯ হাজার মানুষের বসবাস। এ অবস্থায় এ পর্যন্ত তিন দফায় ১০ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক আলু বরাদ্দ পেয়েছেন। যা ১ হাজার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের সহকারী নাজমুল ইসলাম জানান, পৌরসভা ও উপজেলার ১৩ ইউনিয়নের জন্য এ পর্যন্ত ৪ দফায় ১৫০ মেট্রিক টন চাল, ৪ লাখ ৮১ হাজার ১০০ টাকা এবং শিশু খাদ্য বাবদ ১ লাখ ৬৪ হাজার ৮৫০ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এরমধ্যে শিশু খাদ্যের জন্য বরাদ্দকৃত টাকা এখন পর্যন্ত বিতরণ করা হয়নি।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের জানান, কিছু মানুষ সড়কে অবস্থান নিয়েছিলেন। তাদের দাবির ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাসের প্রেক্ষিতে তারা তাদের অবস্থান তুলে নেন।তিনি আরও জানান, প্রকৃত কর্মহীন মানুষদের ত্রাণ সহায়তা দেওয়ার জন্য নিরপেক্ষভাবে তালিকা প্রস্তুতের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com