Logo




বগুড়ায় করোনায় আক্রান্ত পুলিশ সদস্য, লকডাউন আদমদিঘী উপজেলা

মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

বগুড়ার আদমদীঘি উপজেলায় আজ প্রথম একজন করোনা (কোভিড-১৯) রোগী সনাক্ত হয়েছে। তিনি একজন পুলিশ সদস্য। করোনার উপসর্গ নিয়ে তিনি ঢাকা থেকে বগুড়ায় গ্রামের বাড়ি এসেছিলেন।

বগুড়ার সিভিল সার্জন গওসুল আজিম চৌধুরী বলেন, “আক্রান্ত ব্যক্তির বয়স ২৯ বছর। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন কনস্টেবল হিসাবে ঢাকায় কর্মরত ছিলেন। করোনা উপসর্গ নিয়ে তিনি গত ১০ এপ্রিল তার গ্রামের বাসায় আসেন। ১৩ তারিখ তার নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাব এ পাঠানো হয়। আজ সন্ধ্যায় তার পরীক্ষার ফলাফল আমাদের হাতে আসে। তিনি করোনা পজিটিভ।
পুলিশের দায়িত্ব পালন কালে তিনি সংক্রমিত হয়ে থাকতে পারেন। এটাই বগুড়ায় প্রথম করোনায় আক্রান্ত বলে জানিয়েছেন সিভিল সার্জন।
এদিকে বগুড়ায় প্রথম করোনা রোগী সনাক্ত হওয়ার পরে আদমদীঘি উপজেলা প্রশাসন পুরো উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ বলেন, “ পুরো উপজেলাকে লকডাউন( অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। আজ রাত ১২ টা থেকে এই লকডাউন কার্যকর হবে।”

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com