বগুড়া জেলায় এই প্রথম কোন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তার নমুনার রিপোর্টে করোনা পজেটিভ ধরা পড়ে।
বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল সুত্রে জানা গেছে, আক্রান্ত ব্যক্তির বয়স ২৮ বছর। তার বাড়ি বগুড়া জেলার আদমদিঘী উপজেলার নসরতপুরে। কয়েকদিন পুর্বে সে ঢাকা থেকে বাড়ি ফেরে। এরপর থেকে বাড়িতেই অবস্থান করছিলো। তার নমুনা পরীক্ষা করে রাজশাহী থেকে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ ধরা পড়েছে।
ইতোপুর্বে রংপুরের শাহআলম (৫০) নামের এক ব্যক্তির শরীরে করোনা ভাইরাস ধরা পড়লে তাকেও বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন সেন্টারের ভর্তি করা হয়। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।