Logo




রংপুরে বসতবাড়ি তল্লাশি করে শয়ন কক্ষের বক্স খাটের ভিতরে টিসিবি পণ্য ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার

এমএস মাহবুব, স্টাফ রির্পোটার
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০

রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কতৃক বক্স খাটের ভিতরে রক্ষিত অবস্হা বসুন্ধরা ব্যান্ডের টিসিবি পণ্য ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার।বক্স খাটের ভিতরে রক্ষিত অবস্থায় বসুন্ধরা টিসিবি পণ্য ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার ১৫/০৪/২০২০ ইং রাত ১০ ঘটিকায় গোপন সংবাদেভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃআব্দুল আলিম মাহমুদ বিপিএম মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার( ডিবি),জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে এসি (ডিবি) জনাব আলতাফ হোসেন, ইন্সপেক্টর (নিরস্ত্র), জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ ইন্সপেক্টর( নিরস্ত্র) জনাব রাজেশ কুমার চক্রবর্তী, এস আই মোঃনাহিদ, এস আই ছাইয়ুম, এস আই সাদিকুল ও সঙ্গীয় অফিসার ও ফোর্স। রংপুর মেট্রোপলিটন এলাকায় মধ্য পার্বতীপুর ওয়ার্ড ১৭ রোপ ১/৪ বাড়ি -২২ ধৃত মোঃহান্দি মিয়ার (৪৭) বসতবাড়ি তল্লাশি করে শয়ন কক্ষের বক্স খাটের ভিতরে রক্ষিত অবস্থায় বসুন্ধরা ব্যান্ডের টিসিবি পণ্য ১২৩৮ লিটার সয়াবিন তেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
যার আনুমানিক দাম ১,২৩,৮০০ টাকা।উল্লেখ্য উপরোক্ত সয়াবিন তেল আসামী গণ অবৈধ লাভের জন্য কালোবাজারি করে বিক্রিয়ের উদ্দেশ্যে মজুদ করে। ঘটনার সাথে জড়িত আসামি মোঃ হানিফ মিয়া (৪৭) পিতা মৃত্যুঃ হাজী আবদুল মান্নান, সাং মধ্যে পার্বতী পুর ওয়ার্ড ১৭
রোড ১/৪ বাড়ি ২২ এবং লাল মিয়া( ৫২) পিতা মৃত্যু আশরাফ আলী।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com