Logo




বগুড়ায় পিস্তল সহ হাঁড়ি জুয়েল গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
আপডেট করা হয়েছে : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০

বগুড়ায় পিস্তল সহ একাধিক মামলার আসামী জুয়েল(৪৫) ওরফে হাঁড়ি জুয়েল নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে জেলার কাহালু থানার কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে সদরের সাবগ্রামের কালীপদ দাসের ছেলে। পুলিশের দাবি জুুুুয়েল পূর্ব বগুড়ার ত্রাস।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি এসএম বদিউজ্জামানের নেতৃত্বে তাদের একটি টিম কাহালু থেকে জুয়েলকে গ্রেপ্তার করে। তখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জুয়েল তার বাড়ির পাশে একটি পিস্তল রাখার কথা স্বীকার করে। এরপর সাবগ্রামে তার বাড়িতে অভিযান চালানো হয় এবং পাশেই বাঁশঝাড় থেকে একটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, আসামী জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ৮ টি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের অভিযান বেশ কিছুদিন থেকেই চলছিলো।
তিনি আরো জানান, আসামীর বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com