চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনার কাঁচা বাজার বসছে এখন দর্শনা কেরুজ বাজার মাঠে।নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় রাখতে এ সিদ্ধান্ত কার্যকর করেছে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এস এম মুনিম লিংকন ও দর্শনা নতুন থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহবুবুর রহমানতাঁদের অক্লান্ত পরিশ্রমের কারনে দামুড়হুদাসহ দর্শনার পরিবেশ অনেকটা নিরাপদ। নিরাপদ দুরত্বে অবস্থান করতে দামুড়হুদা ও দর্শনার প্রশাসন কঠোর অবস্থানে আছে। দর্শনার কাঁচা বাজার নিরাপদ দুরত্ব বজায় রেখে সকাল ১১ টা পর্যন্ত চালু রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।দর্শনার কাঁচা বাজারে প্রায় সকল কিছুর দাম ঠিক থাকলেও আলু ও পেঁয়াজের দাম কিছুটা বেশি সেই সাথে রসুনের দাম নাগালের বাইরে। আলু ২৪ টাকা কেজি, দেশি পিয়াজ ৫০ টাকা, ইন্ডিয়ান পিয়াজ ৪০ টাকা ও রসুন ১২০ টাকা কেজি দরে বিক্রি করছে ব্যাবসায়ীরা।ক্রেতারা জানান আলু পিয়াজ ও রসুনের দাম কয়েক দিনের মধ্যেয় বেড়ে গেছে। যার জন্য মধ্যবিত্তের অনেকটা সমস্যায় পড়তে হচ্ছে। তারা বলেন সামনে রোজা আসছে ঐ সময় আলু, পিঁয়াজ ও রসুনের দাম বাড়লে আরও সমস্যায় পড়তে হবে।এদিকে এক বিক্রেতা জানান, সামাজিক দুরত্ব বজায় রেখেই আমরা বিক্রয় করছি। অবশ্য আগের থেকে ক্রেতার সংখ্যা বাজারে কম। আর আলু পিয়াজ ও রসুনের মজুদ দর্শনায় কম থাকায় কিছুটা বেড়েছে। আমাদের ও বেশি দামে কিনতে হচ্ছে এসব দ্রব্য।নিত্যপ্রয়োজনীয় জিনিস সকাল ১১টার মধ্যে ক্রয় করে নিজ বাসায় অবস্থান করতে আদেশ করেছেন প্রশাসন। তাছাড়া দর্শনা এখন লকডাউনের আওতায়। বেলা ১১ টার পর প্রশাসন দর্শনা জুড়ে টহল দিচ্ছে। সকলকে সচেতন করছে। যদি কেউ ১১ টার পরে বিনা প্রয়োজনে বাইরে ঘোরাফেরা করছে তাহলে তার জবাবদিহিতা করে তাৎখনিক শাস্তি দিয়ে বাইরে বের না হওয়ার নির্দেশ দিচ্ছেন প্রশাসন।