দেশে এ পর্যন্ত ১০৪ জন চিকিৎসকসহ দুই শতাধিক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সিলেটের এক বিশেষজ্ঞ চিকিৎসকের (ডা. মঈন) মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাজধানী ঢাকায়। এরপর কিশোরগঞ্জে, তারপর নারায়ণগঞ্জ ও গাজীপুর। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া ময়মনসিংহ বিভাগের মধ্যে শেরপুরের দুইজন, ময়মনসিংহ জেলায় তিনজন।
বরিশাল বিভাগের মধ্যে বরিশাল জেলায় তিনজন, রংপুর বিভাগের মধ্যে রংপুর জেলায় দুইজন, খুলনা বিভাগের মধ্যে খুলনা শহরে একজন, সিলেট বিভাগের মধ্যে সিলেট একজন করোনাভাইসারে আক্রান্ত হয়েছেন।
সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের ইতিমধ্যে মৃত্যু হয়েছে। ওই চিকিৎসক ছিলেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে সাহসী যোদ্ধা। নিজের জীবনের ঝুঁকি নিয়েও শেষ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিয়ে গেছেন আইসিইউ বিশেষজ্ঞ ডা. মঈন উদ্দিন। তিনি এলাকাবাসীর কাছে গরিবের ডাক্তার হিসেবে পরিচিত ছিলেন।
এ প্রসঙ্গে বিএমএ’র দফতর সম্পাদক অধ্যাপক ডা. শেখ মো. শহীদ উল্লাহ যুগান্তরকে বলেন, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার ৪২ দিনের মাথায় ১০৪ চিকিৎসকসহ দুই শতাধিক স্বাস্থ্য এ রোগটিতে আক্রান্ত হয়েছেন। এভাবে চলতে থাকলে কিছুদিন পর করোনা রোগীসহ অন্যান্য রোগীদেরও চিকিৎসা দেয়ার মতো চিকিৎসক পাওয়া কঠিন হয়ে পড়বে। প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত ২ হাজার ৪৫৬ জন মানুষ করোনাভাইরাসের সংক্রমিত হয়েছেন। প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে এই ভাইরাসের সংক্রমিত হয়ে ৯১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্ হয়েছেন ৭৫ জন।