বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এস.এস.সি ২০০৪ ও এইচ.এস.সি. ২০০৬ ব্যাচ এর অর্থায়নে এবং চাঁদনী বাজার পত্রিকার ব্যাবস্থাপনা সম্পাদক জনাব আব্দুল মান্নান আকন্দের সার্বিক ব্যাবস্থাপনায় বিভিন্ন পত্রিকার ২৬৫ হকার্স কর্মী এবং কিছু অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী হিসেবে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়। ২৬৫ জন হকার্স এবং ৫০ টি অসহায় পরিবারের মাঝে ৭ দিনের প্রয়োজনীয় চাল, ডাল, তেল, লবন, ডিম, সাবান, ছোলাবুট, আলু, পেঁয়াজ, মরিচ, মিষ্টি কুমড়া বিতরণ করা হয় এবং রমজান এর ৩০ দিন ১০০ জন অসহায় মানুষকে রান্না করা খাবার ইফতারি হিসাবে পরিবেশন করা হবে। এসময় আয়োজক কমিটির সমন্বয়ক মোঃ রাকিবুল ইসলাম দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেশের এরকম সংকটময় পরিস্থিতিতে অসহায় সমাজের পাশে দাঁড়ানোর আহবান জানান। তিনি আরো ধন্যবাদ জানান তাঁকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য জনাব আব্দুল মান্নান আকন্দ এবং আয়োজক কমিটির আরো দুই সদস্য রাসেল ও অংকন কে। কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ২০০৪ ও ২০০৬ ব্যাচ এবং সকল ব্যাক্তিবর্গের প্রতি যারা আর্থিকভাবে সহায়তা প্রদান করেন। এছাড়াও দেশের এই সংকটময় পরিস্থিতিতে দেশের অন্যান্য জেলা, উপজেলা, ইনিয়ন পর্যায়ের চেয়ারম্যান, মেম্বারদের ত্রাণ সামগ্রী বিতরণে অনিয়ম না করার অনুরোধ জানানো হয়।