প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জ জেলায় কৃষি উৎপাদন সচল রাখতে এবং উৎপাদিত ধান কাটা এবং মাড়াই কাজের জন্য গাইবান্ধা জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণের উদ্যোগে বিশেষ ব্যবস্থায় গাইবান্ধা জেলার ৪০ জন কৃষি শ্রমিককে সুনামগঞ্জ জেলায় বোরো ধান কাটার জন্য পাঠানো হয়েছে।এর আগে কৃষি শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে শ্রমিকদেরকে স্বাস্থ্য সচেতনতামূলক নির্দেশনা দেয়া হয়। এছাড়াও শ্রমিকদের মাঝে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে দেয়া ২টি বিশেষ বাসে করে শ্রমিকরা সুনামগঞ্জ জেলার উদ্দেশ্যে রওনা হয়।আজ দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসব কৃষি শ্রমিকদেরকে আনুষ্ঠানিকভাবে পাঠানোর কার্যক্রমের উদ্বোধণ করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। এ সময় উপস্হিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মাসুদুর রহমান।