চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা বাজারে চলছে জনগনকে সচেতন করতে দর্শনা থানা পুলিশের কঠোর তৎপরতা।নোভেল করোনা ভাইরাস এড়াতে দর্শনা থানা পুলিশ ব্যাপক কর্মসূচি পালন করছে। দর্শনাকে লকডাউন ঘোষণা করা সত্তেও সাধারণ জনগন লকডাউন না মেনে রিতিমত বাইরে ঘোরাফেরা করছে।২১-০৪-২০২০ ইং মঙ্গলবার সকালের দিকে জনগনের সচেতনতায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মাহাবুবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ দর্শনা বাজার এলাকায় মাইকিং করে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন। তিনি সকলকে নিজ গৃহে থাকার বিনিত ভাবে অনুরোধ করেন।এ সময় ওসি মাহাবুবুর রহমান বলেন, যারা এখনো বাজারে আছেন বাড়িতে ফিরে যান। আপনারা নিজ ঘরে অবস্থান করুণ। হেলমেট ছাড়া মোটরসাইকেল চলাচল করবেন না। নচিমন, করিমন ও অবৈধ যানচলাচল সম্পূর্ণ নিষিদ্ধ।তিনি আরও বলেন, বিনা কারনে কেউ বাইরে বের হবেন না। পুলিশি এ্যকশন শুরু হওয়ার পূর্বে আপনারা নিজ গৃহে অবস্থান করবেন। পুলিশকে কঠোর ভূমিকা গ্রহণ করতে বাধ্য করবেন না।