বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশনে থাকা ২৮ বছর বয়সী এক যুবক মঙ্গবার দুপুরে মারা গেছেন । তার বাড়ি সদর উপজেলার সাবগ্রাম এলাকায়। ওই যুবক শহরের জিরো পয়েন্ট সাতমাথা এলাকায় চটপটি বিক্রেতা ছিলেন । গত ১৮ ই এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হলেও এখন পর্যন্ত তার রির্পোট পাওয়া যায়নি ।
মোহাম্মদ আলী হাসপাতাল কর্তৃপক্ষ জানান জ্বর , শর্দি, শ্বাস কস্টের সমস্যা নিয়ে গত ১৭ ই এপ্রিল সন্ধ্যার দিকে প্রথমে তিনি শহীদ জিয়াইর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি হন । তবে করোনা উপসর্গ থাকায় তাকে সেখান থেকে আইসোলেশন ইউনিট মোহাম্মদ আলী হাসপাতালে রেফার্ড করা হয় । মোহাম্মদ আলী হাসপাতালে আবাসিক চিকিৎসক( আরএমও) ডা: শফিক আমিন কাজল জানান ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুর ২ টার দিকে সেই যুবকের মৃত্যু হয় । তিনি বলেন চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ই এপ্রিল ওই যুবকের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ পাঠানো হয় । তবে এখন পর্যন্ত কোন রির্পোট পাওয়া যায়নি । তিনি বলেন স্বজনদের মুখে শুনেছি যুবকটি শহরের সাতমাথা এলাকায় চটপটি বিক্রি করতেন ।