Logo




বগুড়া লকডাউন ঘোষণা

ডেস্ক নিউজ
আপডেট করা হয়েছে : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২০
ছবি: সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবার বগুড়া জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক ফয়েজ আহামদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, এরই মধ্যে জেলায় দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। নতুন করে যেন আর কেউ সংক্রমিত বা আক্রান্ত না হন সেজন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা প্রশাসক বলেন, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বগুড়া জেলা লকডাউন থাকবে। তবে জরুরি সেবার যানবাহন লকডাউনের আওতামুক্ত থাকবে।

বগুড়ার পুলিশ সুপার আলী আসরাফ ভুইয়া বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ কমিটির পরামর্শ অনুযায়ী মঙ্গলবার থেকেই লকডাউনের সিদ্ধান্ত কার্যকর করা হবে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com