Logo




দামুড়হুদার রামনগরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে।

মোঃ ইয়াছিন আরাফাত, দামুড়হুদা
আপডেট করা হয়েছে : বুধবার, ২২ এপ্রিল, ২০২০

চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভাস্থ রামনাগর গ্রামে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
সারা বিশ্ব যখন নোভেল করোনা মহামারিতে আক্রান্ত ঠিক তখনই রামনগর গ্রামের সকল মানুষের মঙ্গলের কথা চিন্তা করে রামনগর গ্রামে জীবাণুনাশক স্প্রে করার উদ্যেগ গ্রহন করেন।এ জীবাণুনাশক স্প্রে এর উদ্দ্যেগ গ্রহণ করেন দর্শনা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ রেজাউল করিম। সার্বিক সহযোগিতায় ছিলেন রামনগর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ সোলায়মান কবির। তাঁদের সম্মিলিত সার্বিক তত্বাবধানে রামনগর গ্রামের সকল বাড়ী ও রাস্তায় এ জীবাণুনাশক স্প্রে করা হয়।২২-০৪-২০২০ ইং রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় জীবাণুনাশক স্প্রে এর কার্যক্রম শুরু করেন। রামনগর হয়ে কালিদাসপুরের সমস্ত বাড়ি এবং সেই সাথে রামনগর মাঝপাড়ার কাঁচামালব্যাবসায়ী পলাশের লকডাউনে থাকা বাড়ির চারপাশ ভালভাবে জীবাণুনাশক দিয়ে স্প্রে করেন।এই জীবাণুনাশক স্প্রে করনে যারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তারা হলেন ১) জুলকার নাঈম (ছাত্রলীগ নেতা) ২) লোমান পারভেজ ৩) মিন্টু ৪) সারোয়ার উদ্দীন ৫) সুজন খাঁন সোজা ৬) বিপ্লব ৭) সম্রাট খান বাঁধন ৮) সজীব ৯) খালিদ।স্প্রে করণের তাদের একটিই আশা মহান আল্লাহ তা-য়ালা যেন এই করোনা নামক মহামারী থেকে সকলকে হেফাযত করেন। তাদের এ সময়পযোগী উদ্যেগ গ্রহন ও বাস্তবায়নের জন্য সকলে তাদের সুধুবাদ জানায়।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com