Logo




শাজাহানপুরে প্রথম করোনায় আক্রান্ত হলেন এক গৃহিণী

মাসুম হোসেন, স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
ছবি: সংগৃহীত

বগুড়া শাজাহানপুরে এই প্রথম করোনা (কোভিট-১৯) রুগী সনাক্ত হয়েছে। আক্রান্ত হয়েছেন এক নারী। তিনি উপজেলার বি-ব্লক রহিমাবাদ মধ্যেপাড়া গ্রামে এক বাড়িতে তার স্বামীর সঙ্গে ভাড়া থাকেন। তিনি একজন গৃহিণী। তার বয়স ২৮ বছর।

গত সোমবার তার নমুনা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠানো হয়েছিল।
গতকাল বুধবার এই গৃহবধুর করোনা পজেটিভ রিপোর্ট আসার পরপরই ওই গ্রামের ১০ বাড়ি লকডাউন (অবরুদ্ধ) করে উপজেলা প্রশাসন।
আক্রান্ত গৃহিণীর স্বামী জানিয়েছেন, ‘ আমি এক ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টিভ। পেশাগত কারণে আমি সবসময় বিভিন্ন জায়গায় চলাচল করি। কিন্তু আমি আক্রান্ত হইনি। এদিকে আমার স্ত্রী কিভাবে করোনা পজেটিভ হলো, এটি আমি বুঝতে পারছিনা। আমারও নমুনা পরিক্ষা করা হয়েছে। রিপোর্টে করোনা নেগেটিভ এসেছে আমার।
আমি হোম কোয়ারেন্টাইনে আছি। আমার স্ত্রীও বাড়িতে আছে। তাকে আলাদা রাখা হয়েছে।’
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মাহমুদা পারভীন জানান, করোনায় আক্রান্ত রুগীর আশপাশের দশটি বাড়ি লকডাউন করা হয়েছে। তাদের রিপোর্ট নেগেটিভ না আসা পর্যন্ত লকডাউন কার্যকর থাকবে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com