করোনা ভাইরাস এর কারনে মানুষ কর্মহীন হওয়ায় ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত চাল ও আলু শুক্রবার সকাল ১০ টায় বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে ত্রান সামগ্রী (জনপ্রতি ১০কেজী চাল ও ৩কেজী আলু) বিতরণ করা হয়।স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রতিটি ওর্য়াড সদস্যদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু সুফিয়ান সফিক।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলী (ট্যাগ অফিসার) এসএম মাহমুদুর রহমান, ইউপি সদস্য শহিদুল ইসলাম, এমদাদুল হক,আব্দুল ওয়াদুদ খোকা,জহুরুল ইসলাম,আজিজার রহমান,হাফিজুর রহমান হ্যাপি,যুবলীগ নেতা রঞ্জু ইসলাম তোজাম,প্রভাষক অপূর্ব কুমার ঘোষ সহ সকল সদস্যবৃন্দ ও গ্রাম্য পুলিশ।পরে ইউপি চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম ৫নং ওর্য়াড তেলিহারা উত্তরপাড়া হোম কোয়ারেন্টইনে থাকা আছার উদ্দিনের পরিবারের সদস্যদের হাতে খাবার তুলে দেন।