বগুড়ার গাবতলী উপজেলার কাগইলে কে বা কারা রাস্তার পাশে এক নবজাতককে ফেলে গেছে। বুধবার রাতের এ ঘটনায় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। বৃহস্পতিবার দুপুরে পুলিশ এসে শিশুটিকে নিয়ে যায়।
স্থানীয়রা জানায়, শিশুটি কাগইল খোদ্দপাড়া এলাকার রাস্তার পাশে পড়ে ছিল। কান্নার শব্দ শুনে এলাকার লোকজন বুধবার রাত সাড়ে ৮ টার দিকে শিশুটিকে উদ্ধার করে ওই গ্রামের রেশমা বেগমের কাছে রাখে। পরে রাতেই তারা গাবতলী থানা পুলিশকে বিষয়টি জানায়। বৃহস্পতিবার দুপুরে থানার এসআই আইয়ুব ও এএসআই রোজিনা সেখানে গিয়ে শিশুটিকে থানায় নিয়ে যান।
বিকেলে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা গাবতলী থানায় শিশুটিকে দেখতে যান। তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, এখন পর্যন্ত কোনো ব্যক্তি শিশুটিকে দাবি করেননি। তাই বেওয়ারিশ হিসেবে শিশুটিকে গাবতলী সমাজসেবা অফিসের মাধ্যমে রাজশাহী ছোট্ট মনি নিবাসে পাঠানো হবে।
পুলিশ সুপার আরও জানান, ইতিমধ্যে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য অনেকে ফোন করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাকে রাজশাহীতেই পাঠানো হবে।