Logo




ব্রেকিং নিউজ : চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ। আগামীকাল (শনিবার) থেকে রোজা শুরু।

ডেস্ক নিউজ
আপডেট করা হয়েছে : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২০: সংযমের মাস রমজান। বছরঘুরে আবারো চলে এলো মুসলিম জাতির জন্য অত্যন্ত পবিত্র এবং সৌভাগ্যের এই মাসটি। ইসলামি বর্ষপঞ্জি অনুসারে ৯ম মাসকে পবিত্র রমজানের মাস হিসেবে পালন করে থাকে গোটা মুসলিম বিশ্ব। ইসলামের ৫টি স্তম্ভের মাঝে সাওম বা রোজা পালন ৩য়। মহিমান্বিত এই মাসে নাযিল হয়েছে মুসলিমদের ধর্মগ্রন্থ ‘কুরআন’।

ব্রেকিং নিউজ : চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ, আগামীকাল (শনিবার) থেকে রোজা শুরু। রোজাদার ভাই-বোনদের সুবিধার্থে এই পোস্টটি ফেসবুকে শেয়ার করবেন। 

মহান ত্যাগ ও তিতিক্ষার মাস, অসহায় দরিদ্র ও অভাবগ্রস্তদের মানসিক ব্যথা অনুধাবন করার মাস, ধৈর্য ও সংযমের মাস হল রমজান। ১৪৪১ হিজরী মাসের অর্থাৎ ইংরেজি ২০২০ সালের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। প্রকাশিত উক্ত সময়সূচি অনুযায়ি, ২৫ এপ্রিল (সম্ভাব্য) থেকে শুরু হবে রোজা। তবে প্রথম রোজার তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল।

১ম রমজান : আজকের সেহরি ও ইফতারের সময় (ঢাকা, বাংলাদেশ)

সেহরির শেষ সময়: ৪টা ৫মিনিট

ইফতারের সময়: ৬টা ২৮মিনিট

ঢাকার সময়ের সাথে সেহরিতে যোগ করতে হবেঃ

  • মানিকগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, পঞ্চগড়, নীলফামারী – ১মিনিট
  • ভোলা, শরীয়তপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, জয়পুরহাট, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল – ২মিনিট
  • নওগাঁ, ঝালকাঠি – ৩মিনিট
  • নাটোর, পাবনা, রাজবাড়ী, মাগুরা, পটুয়াখালী, গোপালগঞ্জ – ৪মিনিট
  • কুষ্টিয়া, রাজশাহী, পিরোজপুর, বরগুনা, নড়াইল, বাগেরহাট, ঝিনাইদহ – ৫মিনিট
  • চাঁপাইনবাবগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, খুলনা – ৬মিনিট
  • মেহেরপুর – ৭মিনিট
  • সাতক্ষীরা – ৮ মিনিট

ঢাকার সময় থেকে সেহরিতে বিয়োগ করতে হবেঃ

  • গাজীপুর, লক্ষীপুর, রংপুর, নোয়াখালী, গাইবান্ধা, কক্সবাজার – ১মিনিট
  • শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, চট্টগ্রাম, নরসিংদী – ২মিনিট
  • কুমিল্লা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ফেনী – ৩মিনিট
  • ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, বান্দরবান – ৪মিনিট
  • নেত্রকোনা, খাগড়াছড়ি – ৫মিনিট
  • হবিগঞ্জ – ৬মিনিট
  • সুনামগঞ্জ – ৭মিনিট
  • মৌলভীবাজার – ৮মিনিট
  • সিলেট – ৯মিনিট

ঢাকার সময়ের সাথে ইফতারে যোগ করতে হবেঃ

  • গোপালগঞ্জ, বাগেরহাট, ময়মনসিং – ১মিনিট
  • মানিকগঞ্জ, টাংগাইল, ফরিদপুর, নড়াইল, খুলনা – ২মিনিট
  • শেরপুর, মাগুরা – ৩মিনিট
  • সিরাজগঞ্জ, জামালপুর, রাজবাড়ী, যশোর, সাতক্ষীরা – ৪মিনিট
  • কুষ্টিয়া, পাবনা, ঝিনাইদহ – ৫মিনিট
  • চুয়াডাঙ্গা, গাইবান্ধা, বগুড়া – ৬মিনিট
  • নাটোর, মেহেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট – ৭মিনিট
  • রাজশাহী, নওগাঁ, রংপুর, জয়পুরহাট – ৮মিনিট
  • নীলফামারী, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ – ১০মিনিট
  • পঞ্চগড়, ঠাকুরগাঁও – ১২মিনিট

ঢাকার সময় থেকে ইফতারে বিয়োগ করতে হবেঃ

  • শরীয়তপুর, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ঝালকাঠি – ১মিনিট
  • বরিশাল, পটুয়াখালী, বরগুনা, সুনামগঞ্জ, চাঁদপুর – ২মিনিট
  • ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, ভোলা, হবিগঞ্জ – ৩মিনিট
  • কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার – ৪মিনিট
  • খাগড়াছড়ি, চট্টগ্রাম – ৮মিনিট
  • রাঙামাটি – ৯মিনিট
  • বান্দরবান, কক্সবাজার – ১০মিনিট

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com