পবিত্র মাহে রমজান উপলক্ষে (২৫শে এপ্রিল) শনিবার সন্ধ্যা ৬টায় বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান সমাজ কল্যাণ সমিতির উদ্দ্যোগে চতুর্থ ধাপে করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন ১শতাধিক পরিবারে সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী চাল,ডাল,বাধা কপি, মিষ্টি কুমড়া, পেয়াজ,মূলা ইত্যাদি বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসাবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক কামরুল হাসান ডালিম। এ সময় তিনি বলেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা নিবেন, লকডাউনে ঘরে থাকুন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে লক ডাউন চলছে। নিম্ন আয়ের মানুষ তথা মধ্যম আয়ের মানুষ অসহায় দিন যাপন করছে, সরকারে পাশাপাশি বিত্তবানদের উচিত গরীব অসহায়দের পাশে দাঁড়ানো। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক ও অত্র সমাজ কল্যান সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আলফাজ উদ্দিন,মোঃ মোকলেছুর রহমান, টিএমএসএস কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন, আল মামুন (পরিচালক MSKS) যুবলীগ নেতা তোজাম হোসেন রঞ্জু, সদর উপজেলা ছাত্রলীগ নেতা নাফিউল ইসলাম রানা, মোঃ রুবেল সহ অত্র সমাজ কল্যান সমিতির সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। সমাজ কল্যান সমিতির পরিচালক বলেন আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য