সরকারের আহবানে সাড়া দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা ১৫ জন চরমপন্থিকে আর্থিক অনুদান দিয়ে সহায়তা করা হয়েছে। রোববার বেলা ১২ টায় বগুড়ার পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জেলা পুলিশের ব্যবস্থাপনায় তাদের প্রত্যেককে সরকার প্রদত্ত ৫০ হাজার করে টাকা দেওয়া হয়।
পুলিশ সুপার আলী আশরাফ ভূূঞা, বিপিএম, বার সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মজনু, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক জহির উদ্দিন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল ও সদর থানার ওসি এস এম বদিউজ্জামান।
আত্মসমর্পণকারী এসব চরমপন্থীদের আর্থিক অনুদান শেষে স্বাভাবিক জীবনে থেকে দেশের উন্নয়নে অবদান রাখতে আহবান জানান পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা।