Logo




বগুড়ায় করোনা জয় করে বাড়ি ফিরেছেন পুলিশ সদস্য

ডেস্ক নিউজ
আপডেট করা হয়েছে : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

বগুড়ার আদমদিঘী উপজেলার পুলিশ কর্মকর্তা আহসান হাবিবের করোনা পজিটিভ হওয়ার পর দ্বিতীয় বারের পরীক্ষার পর তা নেগেটিভ এসেছে এবং ২৫ এপ্রিল রাত ৮টায় তাকে মোহাম্মদ আলী হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

ছাড়পত্র পেয়ে তিনি গ্রামের বাড়ি আদমদীঘি উপজেলার নশরৎপুরে পরিবারের কাছে ফিরেছন।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজল।

এর আগে রংপুরের শাহ আলমের করোনা পজিটিভ থেকে নেগেটিভ আসায় হাসপাতাল কর্তৃপক্ষ ছাড়পত্র প্রদান করেন।

গত ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) রাত ৯টায় পুলিশ কনস্টেবল আহসান হাবীবকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়।

জানা যায়,তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।
জ্বর, সর্দি কাশি নিয়ে গত ১২ এপ্রিল তিনি ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে তার গ্রামের বাড়ি আদমদীঘি উপজেলার নশরৎপুরে আসেন। পরদিন ১৩ এপ্রিল স্বাস্থ্য বিভাগের কর্মীরা তার দেহ থেকে নমুনা সংগ্রহ করে। সংগৃহীত নমুনা রাজশাহীতে পাঠানোর হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর পরীক্ষা রিপোর্টে ওই পুলিশ সদস্যের শরীরে করোনা শনাক্ত হয়।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com