Logo




বগুড়ায় করোনা ভাইরাস নমুনার ফলাফল ৩৪ জনই নেগেটিভ

স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
ছবি: সংগৃহীত

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আসা ৩৪ জনের নমুনার ফলাফল এসেছে। ফলাফলে সবাই নেগেটিভ অর্থাৎ তারা কেও করোনা ভাইরাসে আক্রান্ত নন। রোববার বিকাল ৫ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, আজ(২৬ এপ্রিল,২০২০) শজিমেক থেকে বগুড়া ও জয়পুরহাট জেলার মোট ৯৩ টা নমুনার ফলাফল এসেছে। এদের মধ্যে ৩৪টা বগুড়ার বাকি ৫৯টা জয়পুরহাটের। বগুড়ার ৩৪টা নমুনার ফলাফলে সবার নেগেটিভ এসেছে।

তিনি আরও বলেন, বগুড়ায় এ পর্যন্ত মোট ৭৮৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত ৪৭০ জনের ফলাফল এসেছে যেখানে ১৭জনের করোনায় পসিটিভ ফলাফল আসে। এই ১৭ জনের মধ্যে ইতোমধ্যে রংপুরের শাহ আলম ও আদমদিঘীর পুলিশ কনস্টেবল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাই জেলায় এখন ১৫জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com