সম্প্রতি করোনা ভাইরাসের প্রভাবে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী ও পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি এবং যারা এখন পর্যন্ত কোন ভাতার আওতায় আসেননি, এমন প্রতিবন্ধীদের বড় একটি অংশ চলমান করোনা সংকটের কারনে নিদারুণ কষ্টে দিনযাপন করছেন। মাঠ পর্যায়ে সেই পরিবার গুলো শনাক্ত করে সমাজসেবা দপ্তরের সহযোগিতায় জন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮এপ্রিল) উপজেলা চত্বতে এই খাদ্যসামগ্রী ৩ফুট দূরত্ব বজায় রেখে তাদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শিবগঞ্জ উপজেলার কোন ব্যক্তিই অভুক্ত থাকবেনা। তিনি সবাইকে অপ্রয়োজনে বাহিরে ঘোরাঘুরি না করার আহবান জানান, এবং সবাইকে পরিস্কার পরিছন্ন থাকার নির্দেশ দেন।
মন্তব্য