Logo




বগুড়া ফুলতলা এলাকার করোনা পজিটিভি এক ব্যক্তির আত্মগোপন।

স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
ছবি: সংগৃহীত

বগুড়ায় শাজাহানপুর উপজেলাধীন গোহাইল রোড ফুলতলা এলাকার করোনা পজিটিভি ৪০ বছর বয়সী এক ব্যক্তি আত্মগোপন করেছেন। বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভিন, শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন, পৌরসভার ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর খোরশেদ আলমসহ স্থানীয়রা গিয়ে ওই বাড়িতে লাল পতাকা উড়িয়ে দিয়ে ৫ টি বাড়ি লকডাউন ঘোষনা করেছেন।

স্থানীয়রা জানান, করোনা আক্রান্ত ওই ব্যক্তির নাম ইমদাদুল ইসলাম। সে স্ত্রী ও ১২ বছরের এক শিশু সন্তানকে নিয়ে ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। সে ঢাকায় কর্মরত ছিলেন। তার স্ত্রী একটি প্রতিষ্ঠানে সেবিকা হিসেবে কর্মরত আছেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান জানান, ফুলতলার ওই বাসিন্দা ঢাকার একটি ওষুধ প্রস্তুত কারক প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। গত ২৪ এপ্রিল তিনি বগুড়ায় আসেন। তার শরীরে জ্বর এবং কাশি দেখা দেয়ায় পরিবারের সদস্যদের চাপে গত ২৬ এপ্রিল তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নমুনা দেন। মঙ্গলবার রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা পারভিন লকডাউনের বিষয়টি নিশ্চিত করে জানান তার স্ত্রীকে সন্ধান দিতে বলা হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com