চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামে সর্প দংশনে এক তরুণের মৃত্যু হয়েছে।নিহত তরুণ কুড়ুলগাছি ইউনিয়নের চাকুলিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে মোঃ মুজাহিদ হোসেন (১০)। নিহত মুজাহিদ চতুর্থ শ্রেণির ছাত্র ছিলো।জানা গেছে, মুজাহিদ তার নানার বাড়ি মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে থাকতো। সেখানে জয়পুর প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়া শোনা করত। নোভেল করোনার ছুটিতে মুজাহিদ বাড়ি আসে।পারিবারিক সূত্রে জানা যায়,২৯-০৪-২০২০ ইং বুধবার দিনগত রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলো মুজাহিদ। আনুমানিক রাত ২ টার দিকে মুজাহিদকে সাপে দংশন করে। মুজাহিদের আর্তনাদে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পারে সেই সাথে তাকে দ্রুত চিকিৎসার জন্য দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। পরিবারের মাঝে নেমে আসে বুক ফাটা আর্তনাদ। এমন মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিল না তার পরিবার। নেমে আসে শোকের ছায়া। তখন মুজাহিদকে বাসায় ফিরিয়ে নিয়ে আসে।