পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক গাইবান্ধায় ত্রান সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সস্মন্বয়ক আবু বক্কর সিদ্দিকের নিজেস্ব তহবিল হতে পৌরসভাসহ সদর উপজেলার কর্মহীন, অসহায়, দুঃস্থ, নিস্ন আয়ের মানুষের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে এসব ত্রান বিতরন করা হয়। দলীয় কার্যালয় চত্তর সহ ৪টি পয়েন্টে ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। এ সময় গাইবান্ধা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম ছাকা, উপ-দপ্তর সম্পাদক মো: মাসুদ রানা, ছাত্র লীগের সাবেক সভাপতি মো: আব্দুল লতিফ প্রধানসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য