Logo




বগুড়া ধুনটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : শনিবার, ২ মে, ২০২০
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে এক শারীরিক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের অভিযোগ এনে ওই তরুণী পরিবহন শ্র্রমিকসহ দুই জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শুক্রবার রাতে ধুনট থানায় লিখিত অভিযোগে উপজেলার ধামাচামা গ্রামের পরিবহন শ্রমিক বিটুল মিয়া (১৯) ও তার বন্ধু একই গ্রামের হোসেন আলীকে (২২) অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার মেয়েটির মা-বাবা ঢাকায় একটি পোশাক তৈরির কারখানায় চাকুরি করেন। মেয়েটি তার দাদীর সঙ্গে ধামাচামা গ্রামে বাবার বাড়িতে থাকেন। অভিযুক্ত প্রতিবেশী বিটুল মিয়া তার সম্পর্কে চাচাতো ভাই। একই গ্রামে পাশাপাশি বাড়িতে দুজনের বসবাস।

এ অবস্থায় গত ২৬ এপ্রিল বিটুল তার বন্ধু হোসেন আলীর বাড়িতে মেয়েটিকে কৌশলে ডেকে নেয়। এরপর এক ঘরে নিয়ে গিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে তার দাদী ঘটনাস্থলে পৌঁছলে বিটুল ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর বিটুল ও তার বন্ধু হোসেন আলী পলাতক রয়েছে।

বগুড়ার ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ধর্ষণের শিকার মেয়েটির লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com