রাজধানীর হাতিরপুলে থেকে নিখোঁজ হওয়া ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ মিলেছে। তার ছেলে মনোরম পলক বিষয়টি নিশ্চিত করেছেন।
মনোরম পলক জানান, শনিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে তার বাবার সঙ্গে কথা হয়েছে। বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন থেকে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন।
বেনাপোল থানার দায়িত্বরত পুলিশ সদস্য ওবায়দুর রহমান বলেন, ‘শনিবার রাতে বিজিবি এক ব্যক্তিকে তাদের কাছে দিয়ে যান। পরে তারা জানতে পারেন এই ব্যক্তিই নিখোঁজ ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল।’অবৈধ অনুপ্রবেশের মামলায় সাংবাদিক কাজলকে জামিন দিয়েছে আদালত। বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম।এবং আইসিটি আইনে মামলা থাকায় তাকে কারাগারে পাঠানো হয়।
গত ১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’-এর অফিস থেকে বের হন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল।এরপর থেকে তার কোনও সন্ধান না পেয়ে পরদিন ১১ মার্চ চকবাজার থানায় সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী জুলিয়া ফেরদৌসি নয়ন। ১৩ মার্চ জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত দেওয়ার দাবি জানায় তার পরিবার।