Logo




বগুড়ায় এক যুবক ছুরির আঘাতে গুরুতর  আহত।

অলি উল ইসলাম, স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : রবিবার, ৩ মে, ২০২০
ছবি: সংগৃহীত

বগুড়ায়  হোসেন নামের এক যুবককে ছুরির আঘাতে আহত করেছেন  দুর্বৃত্তরা। এলাকাবাসী জানায় বগুড়া শেরপুর রোড পপুলার ডায়াগনস্টিক এর সামনে আনুমানিক ছয়টার সময় এই  ঘটনা টি ঘটে। দুর্বৃত্তরা  পূর্ব শত্রুতার জের ধরে  হোসেন কে পপুলার সামনে একা পায় ঐ সময়  দুর্বৃত্তরা ছুরি বের করে হোসেন কে স্টেপ করে পালিয়ে যায়। আহত অবস্থায়  হোসেন কে অটো রিক্সা করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করেন পথচারীরাহোসেন ঠনঠনিয়া এলাকায় ভাড়া থাকে বলে জানাগেছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com