বগুড়ার শিবগঞ্জে উদ্ধার হওয়া ৫১০০ কেজি চাল কর্মহীন ৫০৫ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। রোববার জেলা পুলিশের উদ্যোগে এই বিতরণ কর্মসূচির উদবোধন করেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার। তিনি জানান, চালগুলো পরবর্তীতে বাড়ি-বাড়ি গিয়ে ওই পরিবারগুলোর মাঝে পৌঁছে দেওয়া হবে।
এর আগে গত ১১ এপ্রিল শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া গ্রাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ওই ৫১০০ কেজি চাল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধার হওয়া চালগুলো পুলিশের ব্যবস্থাপনায় বিতরণের জন্য আদালতের কাছে আবেদন করা হয়। এরপর গরীব ও দুঃস্থদের মাঝে এসব চাল বিতরণের নির্দেশ দেন আদালত।
জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, পুলিশের পক্ষ থেকে উদ্ধার হওয়া চালগুলোর সাথে প্রতিটি পরিবারকে ২ কেজি করে আলুও দেয়া হয়েছে।