বগুড়ার শাজাহানপুরে প্রকাশ্যে দিবালোকে সোনালী ব্যাংকের ম্যানেজার ও সিনিয়র অফিসারকে ছুরিকাঘাত করে নগদ টাকা ও ভল্টের চাবি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। দুইজন মোটর সাইকেল আরোহী এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে জানাগেছে।এ ঘটনার পর ব্যাংকে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানাগেছে।মঙ্গলবার (৫ মে) সকাল ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর থানার জোড়া এলাকায় এ ঘটনা ঘটে।আহত মতিউর রহমান (৫০) সোনালী ব্যাংক নন্দীগ্রাম শাখার ম্যানেজার এবং অপর আহত আতাউর রহমান (৪৫) একই শাখার সিনিয়র অফিসার।তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।জানা গেছে, মতিউর রহমান ও আতাউর রহমান বগুড়া শহর থেকে মটর সাইকেল যোগে তাদের কর্মস্থল নন্দীগ্রাম যাচ্ছিলেন। সকাল ১০ টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে জোড়া নামক স্থানে দুর্বৃত্তরা তাদের পথরোধ করে।এরপর তাদেরকে উপুর্যপরি ছুরিকাঘাত করে ভল্টের চাবি, নগদ টাকা ১০ হাজার টাক ও তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও মহাসড়কে চলাচলকারী যানবাহনের লোকজন তাদেরকে উদ্ধারে এগিয়ে আসেননি। পরে এক পর্যায়ে আশেপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।এ প্রসঙ্গে শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দীন জানান, ছিনতাইকারী দের এখনো চিহ্নিত করা যায়নি। খুব দ্রুত তাদের চিহ্নিত করে ভল্টের চাবি, নগদ টাকা ও তাদের ফোন উদ্ধারে জোর চেষ্টা চালানো হচ্ছে।