বগুড়া জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে মঙ্গলবার ৩৫০( তিন শত পঞ্চাশ পিচ) ইয়াবা সহ শিবগঞ্জ উপজেলার মহাস্থান এলাকা হইতে আসামি মোঃ শাকিল আকন্দ (২৪) কে গ্রেফতার করা হয়।মাদক ব্যবসায়ী শাকিল,গাইবান্ধা জেলার,গোবিন্দগঞ্জ উপজেলার,
হিরোক পাড়া গ্রামর মোঃ আনিসুর রহমান এর পুত্র। বগুড়া জেলা গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ(ওসি)মোঃ আছলাম আলী(পিপিএম) বিষয়টি নিশ্চিত করেছেন।