বগুড়া শহরের মফিজ পাগলার মোড়ে বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায় । করোনার প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষদের মাঝে বগুড়া জেলা ছাত্রদলের সংগ্রামী সভাপতি আবু হাসান এর উদ্যোগে সরকারী আজিজুল হক কলেজ ছাত্রদল নেতা সন্ধান সরকার এর নেতৃত্বে শহরে পঙ্গু, অসহায় ও গরীব রিকশাচালকের মাঝে চাল, ডাল, বুট, আলু, পেঁয়াজ সহ বিভিন্ন কাঁচা সবজি উপহার হিসেবে দেয়া হয়। বিতরণকালে সহযোগিতা করেছেন সামিউর শেখ সন্ধি, ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা মোঃ মশিউর রহমান মহান সহ ফাহাদ, জিম্মান, সিয়াম, রোহিত সহ অনেকেই। এ সময় ছাত্র নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের জন্য দোয়া চান।