বগুড়ার শাজাহানপুরে করোনার (কোভিট-১৯) কবলে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারদের মাঝে মুরগী বিতরণ করেছেন উপজলা পরিষদের চেয়ারম্যান যুবলীগনেতা সোহরাব হোসেন ছান্নু। তিনি উপজলা যুবলীগের সাধারণ সম্পাদক। বুধবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ৯ টি ইউনিয়নের কর্মহীন ৬’শ পরিবারের মাঝে মুরগী বিতরণ করেন তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি মজিবর রহমান মজনু, জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, শাজাহানপুর উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ। এর দুই দিন আগে ১২’শ পরিবারের মাঝে ছয় হাজার ডিম বিতারণ করেন উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নু।