Logo




বগুড়ায় আবাদি ঘাস কাটার প্রতিবাদ করায় ব্যবসায়ী কে মারপিট ও টাকা লুট, থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
আপডেট করা হয়েছে : বুধবার, ৬ মে, ২০২০

বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের আশোকালা মধ্যপাড়া গ্রামে নেপিয়ার গরুর ঘাস কাটার প্রতিবাদ করায় এক ব্যবসায়ীকে মারপিট করে তার কাছ থেকে ১লক্ষ ৪০হাজার টাকা ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। এঘটনায় বগুড়া সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়ার সদর নুনগোলা ইউনিয়নের আশোকোলা মধ্যপাড়া গ্রামের মৃত হুজুর আলীর পুত্র বগুড়া চেম্বার অব কমার্স এর সদস্য ও মহাস্থানের বিশিষ্ট ষ্টীল ব্যবসায়ী ইমরান হোসেন, তার নিজ জমিতে নেপিয়ার ঘাসের বীজ রোপণ করেন। ওই রোপণ কৃত ঘাস মাঝে মধ্যেই জমি থেকে চুরি হয়ে যায়। এরপর মঙ্গলবার বিকাল ৫টায় পার্শ্ববর্তী গ্রামের রবিন মালী (৫০) নামের এক ব্যক্তি ইমরানের জমির ঘাস বস্তায় করে কেটে নিয়ে যায়। এসময় ইমরান মহাস্থান থেকে বাড়িতে আসার সময় তার ভাগিনার মারফত জানতে পারেন অন্যান্য দিনের মত তার ঘাস জমি থেকে রবিন মালী কেটে নিয়ে গেছেন। বিষয়টি জানতে পেরে ইমরান তার বাড়িতে না গিয়ে দক্ষিণ মালী পাড়া তাৎক্ষণিক রবিনের বাড়িতে গিয়ে বস্তায় হাতেনাতে ঘাস গুলি দেখতে পায়। এসময় ইমরান তার জমির আবাদি ঘাস কাটার বিষয়ে বলেন, এ কেমন আপনার বিবেক আমি ঘাস গুলি চারা হিসেবে রোপণ করছি আর আপনি তা কেনো কেটে নিয়ে এলেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে বিবাদী রবিন, তার স্ত্রী, ছেলে বিমল(৩৮), বিকাশ(৩৬) ও ডিপজল(২১) সর্বপিতা পিতা রবিন, এছাড়াও শ্যামল(৪০), লক্ষণ(৪২)। এরা সবাই মিলে তাকে কিল ঘুষি মারতে থাকে ইমরান প্রাণের ভয়ে তখন চিৎকার করেন এসময় আশেপাশের লোকজন ছুটে আসতে দেখে বিমল, বিকাশ ও রবিনের স্ত্রী সবাই মিলে ইমরানের ব্যবসার কালেকশনের ১লাখ ৪০হাজার টাকা বাম পকেট থেকে জোর করে ছিনিয়ে নিয়ে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেয়। তাদের মারপিটে ইমরানের শরীরে বেদনা দায়ক জখম ফুলা হয়। এমতাবস্থায় ইমরান রাতে বগুড়া সদর থানায় তদন্তপূর্ক উল্লেখ্য ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com