Logo




বগুড়ায় নতুন করে আরও ৫জন করোনায় আক্রান্ত।

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
ছবি: সংগৃহীত

বগুড়ায় নতুন করে আরও ৫জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা, মোস্তাফিজুর রহমান তুহিন জানান। এদের মধ্যে সদরের বৃন্দাবনপাড়ার ৩ যুবক।  এই তিন যুবক সম্প্রীতি ঢাকা থেকে বগুড়ায় এসেছেন। অপরদিকে শাজাহানপুর গণ্ডগ্রামের আক্রান্ত এক ব্যক্তি ঢাকা থেকে বগুড়ায় এসেছেন।  অপরদিকে বগুড়া সদরের উপশহর এলাকার একজন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি করোনায় আক্রান্ত  ইমদাদুলের স্ত্রীর আপন বোন।  ইমদাদুল, তার  স্ত্রী ও ছেলে করোনার রোগী হওয়া সত্ত্বেও তিনি তাদের বাসায় নিয়মিত যাতায়াত করতেন। সংস্পর্শে আসার কারণে তিনিও আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তিনি জানান, বগুড়া বক্ষব্যধি হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হওয়ায় ওই প্রতিষ্ঠানের সব কর্মকর্তা-কর্মচারীর নমুনা সংগ্রহ করা হবে। তবে কোনো উপসর্গ না থাকায় তারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন। করোনা পজিটিভ শনাক্ত হওয়ায় ওই পাঁচজনের বাড়ি লকডাউন করা হয়েছে।

এই নিয়ে বগুড়ায় করোনায় আক্রান্ত ২৯ জন। এদের মধ্যে ৬জন সুস্থ হওয়ায় এখন চিকিৎসাধীন রয়েছেন ২৩ জন করোনা আক্রান্ত  রোগী।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com