সারাদেশে যে ভাবে করোনার সংখ্যা বেড়েয় চলছে, সে সঙ্গে বগুড়া জেলাতেও বাড়ছে করোনার সংখ্যা দিন দিন। বগুড়ায় নতুন করে আরও ৫জন করোনায় আক্রান্ত। এদের মধ্যে একজন ডাক্তার(নারুলী উত্তর পাড়া), একজন গৃহবধু(কৈগাড়ী, সিও অফিসের পাশে), একজন ইজিবাইক চালক(শাজাহানপুর, মন্ডলপাড়া), একজন ঢাকায় পুলিশের এএসআই( কলোনী), একজন ‘স’ মিলের কর্মচারী(উত্তর চেলোপাড়া)। এদের মধ্যে প্রথম ৪জনই ঢাকা ফেরত। আর উত্তর চেলোপাড়ার ব্যক্তিটির বাইরে যাওয়ার ইতিহাস নেই। এছাড়া মো. আলী হাসপাতালে করোনায় আক্রান্ত দুজনের নমুনার ফলাফল আবারও পজিটিভ এসেছে। এদের একজন সারিয়াকান্দির, অপরজন শাজাহানপুর গণ্ডগ্রামের। আজ শজিমেকের ল্যাব থেকে ১৮৯টা ফলাফল এসেছে। এদের সব বগুড়ার। সূত্র: ডা. মোস্তাফিজুর রহমান, ডেপুটি সিভিল সার্জন বগুড়া।