Logo




করোনার কারণে বগুড়া কারাগার থেকে আরও ৮৮ বন্দির মুক্তি

স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : শনিবার, ৯ মে, ২০২০
ছবি: সংগৃহীত

করোনা ভাইরাসের সংক্রমন কমাতে বগুড়া কারাগার থেকে দ্বিতীয় দফায় আরও ৮৮ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। সরকারি সিদ্ধান্তে আজ শুক্রবার বিকেলে তাদের মুক্তি দেয়া হয়।উল্লেখ্য, এর আগে প্রথম দফায় বগুড়া কারাগার থেকে আরও ১১ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত মোট ৯৯ জন বন্দিকে মুক্তি দেয়া হলো।

বগুড়া কারাগারের জেইলর মো: শরিফুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাদের মুক্তি দেয়া হচ্ছে। যাদের মুক্তি দেয়া হচ্ছে তারা সবাই লঘুদন্ডে দন্ডিত। শূন্য থেকে তিনমাস, আবার তিনমাস থেকে সবোর্চ্চ এক বছর পর্যন্ত যারা সাজাপ্রাপ্ত কয়েদি তাদের মুক্তি দেয়া হচ্ছে। বগুড়া জেল সুপারের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।কারাগার সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে দেশের কারাগারগুলোতে চাপ কমাতে কয়েকটি ধাপে মোট ২ হাজার ৮৮৪ জনকে মুক্তি দেয়া হচ্ছে। শুধু বগুড়ায় নয়, সারাদেশেই তালিকাভূক্ত কারাবন্দিদের মুক্তি দেয়া শুরু হয়েছে।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com