Logo




করোনায় থমকে যাওয়া শিল্পী সুকুমারের জন্মদিনে বগুড়ার পুলিশ সুপার আশরাফ আলী ভূঁইয়া

গোলাম রব্বানী শিপন, স্টাফ রিপোর্টারঃ
আপডেট করা হয়েছে : রবিবার, ১০ মে, ২০২০

গোটা বিশ্ব আজ মহামারি করোনা ভাইরাস আতঙ্কে স্তব্ধ। যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। ঠিক সেই মুহূর্তে করোনার কারণে কর্মহীন হয়ে পড়েছে বগুড়ার সোনাতলা উপজেলার বিশ্বনাথপুর গ্রামের “বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে!! “বলে ছিলে গো, ভালবাসি গো আজ কেনো গো এমন হলো”? খ্যাত সাধারণভাবে জীবনযাপন করা অসাধারণ মানুষ বাউল সুকুমার মহন্ত বৈরাগী। করোনা ভাইরাসে তার জীবন জীবিকা থমকে গেছে বিষয়টি বগুড়ার পুলিশ সুপার আশরাফ আলী ভূঁইয়া (বিপিএম-বার) জানতে পেরে নেক দৃষ্টিতে সুকুমারের জন্মদিন কাজে লাগিয়ে তার পরিবারে জন্মদিনের ১ দিন আগে আনন্দে ভরে দিলেন। পুলিশ সুপার নিজে কেক কেটে জন্মদিন পালন করায় দোয়া আর ভালবাসা মিশ্রনে কৃতজ্ঞতা প্রকাশ করেন, সোনাতলা উপজেলার বিশ্বনাথপুরবাসী। একজন মহৎ মানব দরদী প্রকাশ্যে ঘনিষ্ঠভাবে বাউল সুকুমারের বাড়ীতে পদচারণা ও দেখার সুযোগ, সৌভাগ্য অনেকটা এলাকাবাসীদের স্বপনের মত মনে হয়েছিল।“বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে!! “বলে ছিলে গো, ভালবাসি গো আজ কেন গো এমন হলো”সুকুমারের এই গানটি লাখো শ্রোতাদের প্রাণের কোঠায় স্থায় করে নেয়।৬৬ বছর বয়সী এই বাউল সুকুমার বৈরাগী নামেই বেশি পরিচিত। জনপ্রিয় বাউল সম্রাটের ৬৬তম জন্মদিন উদযাপিত করা হয়।এসময় (এসপি) আশরাফ আলী ভূঁইয়া তার পরিবারের হাতে তুলে দেন নগদ ১০ হাজার টাকা এবং এক মাসের খাদ্য সামগ্রী।তিনি নিরাপদ দূরত্ব বজায় রেখে সুকুর বৈরাগীর পাশে বসে শ্রবণ করেন তাঁর অতীত প্রহরের গল্প।সুকুমারের চোখে মুখে অতীত বেদনার ছাপ নিয়ে তিনি বলেন, আমরা চার ভাই ও তিন বোন। অভাব-অনটনে শৈশব কেটেছে। পড়াশোনা করতে পারিনি। গানের প্রতি শৈশবেই অনুরাগ জন্মায়। আমার দাদু প্রভু বৈরাগীও গ্রামে গ্রামে জারিগান করতেন। ছোটবেলায় দাদুর সঙ্গে এ গ্রাম থেকে ও গ্রাম ঘুরে জারিগান শুনতাম। জারিগানে হাতেখড়ি আমার দাদুর কাছে। ১৭ বছর বয়সে দাদুর সঙ্গে জারিগান আর কবিগান গাওয়া শুরু করে ছিলাম।কাউকে না পাওয়ার বেদনা থেকেই তিনি গানটি গেয়েছেন। কৈশোরে এক মেয়ের সঙ্গে ভাব হয়েছিল। তাকে খুবই ভালোবাসতাম। তিন বছর আমাদের ভাব-ভালোবাসা চলল। কিন্তু গানের মানুষ সংসারী হই কেমনে? ২২ বছর বয়সে মেয়েটার বিয়ে হয়ে গেল। আমাকে ছেড়ে গেল। ভালোবাসা হারানোয় খুব কষ্ট পেলাম। দোতারা হাতে নিলাম। গানকে ভালোবেসে পথে নামলাম। সেই কণ্ঠ আজও থামেনি। (এসপি) পাশে বসে সুকুমারের নিজ হস্তে বাজানো বাদ্যযন্ত্রের মাধ্যমে শোনেন, সেই প্রিয় গান। “বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোরে!! “বলে ছিলে গো, ভালবাসি গো আজ কেন গো এমন-ই হলো”পরে পুলিশ সুপার আশরাফ আলী ভূঁইয়া (বিপিএম-বার) সুকুমারের দীর্ঘায়ু কামনা করে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য প্রার্থনা করেন। এবং উপস্থিত এলাকাবাসীদের করোনা ভাইরাস রোধে সবাইকে পরিস্কার, পরিছন্ন ও বাড়ীতে থাকার পরামর্শ দেন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com