Logo




বগুড়ায় নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত

স্টাফ রিপোর্টার
আপডেট করা হয়েছে : সোমবার, ১১ মে, ২০২০
ছবি: সংগৃহীত

বগুড়ায় নতুন করে আরও দুইজন পুরুষ ব্যক্তি করোনায় শনাক্ত। দুইজনই বাসা বগুড়া সদর উপজেলার।

বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডা, মোস্তাফিজুর রহমান তুহিন সাংবাদিকদের জানান, করোনায় আক্রান্ত একজনের বাড়ি বাঘোপাড়া। তার আক্রান্তের ইতিহাস এখনো জানা যায়নি।

অপরজন, শহরের রহমান নগরের কাজীখানা মোড় এলাকার এক যুবক। ২ সপ্তাহ আগে ঢাকা থেকে এসেছে। তিনি শহরের রানার প্লাজায় কাজ করেন।

১১ মে শজিমেকের ১৮৮ টা ফলাফলে বগুড়ার ২টা ও জয়পুরহাটের ১৫টা পজিটিভ সবাই কালাই উপজেলার।
এই নিয়ে বগুড়ায় করোনায় ৪১জন আক্রান্ত। তবে ৯জন সুস্থ হওয়ায় এখন ৩২জন চিকিৎসাধীন।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com